ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

অদ্ভুত এক নির্বাচনের দেশে!

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
অদ্ভুত এক নির্বাচনের দেশে!

নিউইয়র্ক থেকে: ‌'যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে অদ্ভুত কিছু একটা। এমন আর হতে দেখি নি।

' এমনটাই বললেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইত্তেহাদ এয়ারলাইন্সে নিউইয়র্ক পৌঁছাতে ট্রানজিট ছিলো আবুধাবীতে। সেখানেই হয়ে গেলো ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা।

আর বাংলাদেশি হলে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন মানেই আপনাকে এক দফা জিজ্ঞাসাবাদ চলবেই। ফলে ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে কথা হলো।

কেনো যাচ্ছি তাদের দেশে সে প্রশ্ন অবধারিতভাবেই এলো। বললাম, প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য যাচ্ছি।

ও রিয়েলি! বলে বিষ্ময় কিংবা খুশি ঝড়ালেন কর্মকর্তা। বললেন, বেশতো যাও, বলে পাসপোর্ট এগিয়ে দিলেন।

এবার আমেরিকান কর্মকর্তার প্রশ্ন বাংলাদেশি সাংবাদিকের কাছে, কি মনে হচ্ছে তোমার? কে হবে প্রেসিডেন্ট?

বিস্ময় ঝড়িয়ে জিজ্ঞেস করলাম, ও তুমি আমার কাছে জানতে চাইছো! দেশে থেকে যতটা ফলো করেছি, তাতে আমারতো মনে হয় হিলারি ক্লিনটনই জিতে যাবেন।

তোমার কি ধারণা? মওকা পেয়ে পাল্টা প্রশ্ন।

ইমিগে্রশন কর্মকর্তা বললেন, আসলে এবারের নির্বাচনটি হতে যাচ্ছে অদ্ভুত একটা কিছু। সামথিং ইন্টারেস্টিং।

কেনো? সে প্রশ্ন করলে বললেন, তুমিতো দেশে থেকেই ফলো করছো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অদ্ভুত কিছুই হচ্ছে এই নির্বাচন।

সায় দিলাম। তবে জানতে চাইলাম, কেনো সে এটা বলছে, তার কাছে কি কোনো প্রার্থীকেই যোগ্য মনে হচ্ছে না? উত্তরে কর্মকর্তা বললেন, যোগ্যতার প্রশ্ন নয়, নির্বাচনের আগে প্রার্থীদ্বয় এমন সব আচরণ করছেন, বিতর্কগুলোতে এমন দৃশে্যর অবতারণা হচ্ছে যা আর কথনোই কোনো প্রার্থীর ক্ষেত্র ঘটেনি।

আর মজার ব্যাপার হচ্ছে, এখন প্রতিবারই নির্বাচনগুলো আগের নির্বাচনের চেয়ে ইন্টারেস্টিং হয়ে উঠছে।

আবুধাবী থেকে উড়াল দিয়ে সাড়ে ১৪ হাজার কিলোমিটার পথে আটলান্টিক পারি দিয়ে নিউইয়র্ক পৌঁছেছি। বাংলানিউজের পাঠককে জানাতে চাই সত্যিই কতটা অদ্ভুত কতটা ইন্টারেস্টিং এবারের নির্বাচন। অপেক্ষায় রাখছি।

বাংলাদেশ সময় ২৩২০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।