ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: সব সম্পাদক এক মঞ্চে, নিউইয়র্কে হিলারির পক্ষে বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের এ ছিলো এক অনন্য শক্তির প্রদর্শন। একতাই যদি শক্তি হয় তাহলে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন নিশ্চয়ই জানতে পেরেছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি তার পক্ষে সে শক্তি দেখাতে পেরেছে।

কমিনিটির চোখ হিসেবে কাজ করছে যে সংবাদমাধ্যমগুলো তারা সবাই একাট্টা হয়ে ঘোষণা করেছেন, আমরা এই সময়ের আমেরিকার জন্য, অভিবাসী জনগোষ্ঠীর জন্য, মানবাধিকারের জন্য, নারীর সম্মানের জন্য, একটি উন্নত যুক্তরাষ্ট্রের জন্য হিলারির পক্ষ নিয়েছি। আর তারা আহ্বান জানিয়েছেন, সব বাংলাদেশি প্রবাসীর প্রতি- আসুন আপনার ভোট দিন। কারণ ভোট দেওয়ার মধ্য দিয়ে কেবল আপনার অধিকারের প্রয়োগ তা নয়, ভোট দেওয়ার মধ্য দিয়েই আপনার আমাদের সবার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা সম্ভব। আর সেই প্রার্থীটি হচ্ছেন হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজনটি বসে। যার মূল আয়োজক ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান। তিনি ডেকেছেন আর তাতে সাড়া দিয়ে এসেছেন অন্যান্য প্রধান সবগুলো সংবাদমাধ্যমের সম্পাদক ও শীর্ষ কর্তারা। মঞ্চে ছিলেন, বাংলাপত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, পরিচয় সম্পাদক নাজমুল হাসান, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ,  প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ।
আর দর্শক সারিতে ছিলেন নিউইয়র্কের অত্যন্ত গতিশীল, রাজনীতি সচেতন বাংলাদেশি কমিউনিটির প্রধান মুখগুলো।

ওয়াজেদ এ খান তার সূচনা বক্তৃতায় সে কথাই বলছিলেন। তিনি বলেন, সাংবাদিকরা কমিউনিটি নেতাদের কথা শোনেন। মঞ্চে থাকেন নেতারা আর সাংবাদিকরা দর্শক সারিতে অবস্থান নিয়ে তাদের কথা শুনে তার ভিত্তিতে প্রতিবেদন লেখেন। কিন্ত এই আয়োজনে সাংবাদিকরা কথা বলবেন, আর দর্শক হিসেবে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা তা শুনবেন। তারা জানবেন তাদের প্রায় সবারই এবারের নির্বাচনের পছন্দের প্রার্থী হিলারি ক্লিনটনকে কেন ভোট দেওয়া উচিত।

‘সাংবাদিকের কোনো পক্ষ নেই, কিন্তু যখন অস্তিত্বের সঙ্কট সৃষ্টি হয়, যখন কেউ একটি গোষ্ঠীর দিকে অঙ্গুলি নির্দেশ করে তখন সেই গোষ্ঠীর সংবাদমাধ্যমকে আর নিরপেক্ষ থাকলে চলে না, সে কারণেই এই প্রকাশ্য ঘোষণার আয়োজন,’ যুক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সবাই একমত, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ বছর প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে বাংলাদেশি তথা মুসলমানদের জন্য বড় হুমকির। তারা একমত ট্রাম্পের মতো পাগলাটে একটি মানুষের হাতে আমেরিকা তার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে পারে না। পক্ষান্তরে হিলারি ক্লিনটন একজন অভিবাসীবান্ধব ব্যক্তিত্ব, তিনি জানেন, অভিবাসীরাই যুক্তরাষ্ট্রকে মহান করেছে, তারাই রেখে চলেছে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সে কারণে হিলারির পক্ষেই দাঁড়াতে হবে যুক্তরাষ্ট্রে প্রবাসী প্রায় ১০ লাখ বাংলাদেশিকে।

নিউইয়র্ক থেকে এই আহ্বান জানিয়ে গোটা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সম্পাদকরা। তারা এও বলেছেন, সম্ভাব্য হুমকির মুখ থেকে বাংলাদেশি তথা মুসলিম কমিউনিটিকে বাঁচাতে ট্রাম্পকে ভোটের যুদ্ধে প্রতিহত করতে হবে।

বাংলাদেশি সব ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া, এনডোর্স করা এখানকার সংবাদপত্রে রেওয়াজ রয়েছে। হিলারির পক্ষে যেমন বিভিন্ন সংবাদমাধ্যম তাদের সমর্থন ঘোষণা করেছে, ট্রাম্পের পক্ষেও রয়েছে। তবে একযোগে একটি কমিনিটির সব সংবাদপত্র, সব সংবাদমাধ্যম আর সব সম্পাদক এক মঞ্চে বসে তাদের সমর্থন ঘোষণাই কেবল নয়, তাদের পাঠককুল, তথা গোটা কমিউনিটিকে উদ্বুদ্ধ করার এমন আয়োজন বিরল।

আর এ জন্য ওয়াজেদ আলী খানকে সবাই জানিয়েছেন বিশেষ ধন্যবাদ।

আরও পড়ুন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য

** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে

** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
**
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএমকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।