ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

আলো বাড়ছে জ্যাকব জ্যাভিটস সেন্টারে!

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আলো বাড়ছে জ্যাকব জ্যাভিটস সেন্টারে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাত যত গভীর হচ্ছে ততই আলো বাড়ছে নিউইয়র্কের হাডসন নদীর তীরে ম্যানহাটনের জ্যাকব জ্যাভিটস কনভেনশন সেন্টারে। এখানেই ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার নির্বাচনের ফলাফল পরবর্তী ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, হয়তো হতে পারে এটি বিজয়ের ভাষণ।

ম্যানহাটন (নিউইয়র্ক) থেকে: রাত যত গভীর হচ্ছে ততই আলো বাড়ছে নিউইয়র্কের হাডসন নদীর তীরে ম্যানহাটনের জ্যাকব জ্যাভিটস কনভেনশন সেন্টারে। এখানেই ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন তার নির্বাচনের ফলাফল পরবর্তী ভাষণ দেবেন।

ধারণা করা হচ্ছে, হয়তো হতে পারে এটি বিজয়ের ভাষণ।

মঙ্গলবার (৮ নভেম্বর) দিনভর ভোটগ্রহণের পর সন্ধ্যা থেকে যখন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ইলেক্টোরাল কলেজের ফলাফল আসছিলো, তাতে গ্রাফে হিলারিকে তেমন উপরে দেখা যায়নি। রাত ১০টা পর্যন্ত গ্রাফের শীর্ষেই ছিলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জ্যাকব জ্যাভিটস সেন্টারকে ঘিরে হিলারি সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা এবং তাদের আনাগোনা থেকে মনে হচ্ছে যেন তারা জয় উদযাপনের জন্যই এখানে জড়ো হচ্ছেন।

এই সেন্টারে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক সংবাদকর্মীও। সেন্টারের ভেতরে এবং বাইরে অবস্থান নিয়েছেন তারা। হিলারি সমর্থকদের পাশাপাশি এখন সবার চোখ ইলেক্টোরাল কলেজের গ্রাফের দিকে। প্রত্যেকেরই ভাবনা, কী হয় নির্বাচনে, কে হন প্রেসিডেন্ট!

সেন্টারের বাইরে লাইনে দাঁড়িয়ে যারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তাদের অনেকের সঙ্গেই বাংলানিউজের কথা হয়েছে। তারা হিলারিকে ম্যাডাম প্রেসিডেন্ট অভিহিত করেই ভেতরে ঢুকছিলেন।  

এই গেটের ঠিক সামনে হিলারির ছবি ছাপানো টি-শার্ট বিক্রি করছেন ভারমট নামে তার এক সমর্থক। তিনি বাংলানিউজের কাছেই জানতে চাইলেন ইলেক্টোরাল কলেজ ভোটের সবশেষ পরিস্থিতি কী? স্মার্টফোনে ইন্টারনেট থেকে তাকে যখন গ্রাফ দেখানো হলো, এবং সেখানে হিলারিকে পিছিয়ে থাকতে থাকতে দেখা গেলো, তাতে ভারমট খানিকটা হতাশাই ব্যক্ত করলেন। তারপরও বললেন, হিলারি উইল উইন (হিলারিই জিতবেন)।

ভারমটের মতো সমর্থকদের এই প্রত্যাশা কতটুকু পূরণ হয় এবং শেষ হাসি কে হাসেন সেটা দেখার জন্য আরও কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে।

এই ম্যানহাটনের হোটেল হিলটনেই রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পরবর্তী কর্মসূচির আয়োজন। সেখানেও বিপুলসংখ্যক সমর্থক ও সংবাদকর্মীর ভিড় দেখা গেলো। ট্রাম্প সমর্থকদেরও প্রত্যাশা, জয়ী হবেন রিপাবলিকান প্রার্থী।

তবে জয়-পরাজয় যে পক্ষেই যাক, এটিই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে বলে উল্লেখ করছেন সবাই।

জ্যাকব জ্যাভিটস সেন্টারের সামনে বাংলানিউজের কথা হয় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্পাদক আবু তাহেরের সঙ্গে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত অন্তত ৫টি নির্বাচনের সাক্ষী হয়েছেন, কিন্তু এমন জটিলতাপূর্ণ এবং নোংরামিতে ভরা নির্বাচন তিনি দেখেননি।

একটি কথা অনেকেই বলছেন, প্রাইমারিতে (প্রার্থী বাছাই) হেরে যাওয়া ডেমোক্রেটিক পার্টির বার্নি স্যান্ডার্সের সমর্থকরা অনেকেই ভোট দেননি নির্বাচনে।  

জ্যাকব জ্যাভিটস সেন্টারে যাওয়ার পথে রাতে ট্রেনে এমনই এক সমর্থকের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি সরাসরিই জানান, বার্নির সমর্থক ছিলেন তিনি এবং নির্বাচনে নিজের প্রার্থী নেই বলে ভোট দেননি।

এই অবস্থায় শেষ পর্যন্ত কী ঘটে, সেটিই এখন দেখার অপেক্ষা।

এই ভিড়-সমাগমে জ্যাকব জ্যাভিটস সেন্টার থেকে বাজছিল সংগীত তারকা কেটি পেরি’র জনপ্রিয় গান ‘রোর’ এর হিলারির সমর্থনে গাওয়া প্যারোডি। সেই গানের তালে তালে ময়লার গাড়ি ঠেলতে ঠেলতেই একজন পরিচ্ছন্নকর্মী বলছিলেন, ‘হিলারি ইজ দ্য প্রেসিডেন্ট’।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এইচএ/এমএমকে/

আরও পড়ুন
** ৫ বলে ২০ রান করতে হবে ট্রাম্পকে, যা প্রায় অসম্ভব
**দুপুর-বিকেলে বেড়েছে ভোটের ভিড়, বয়স্করা কেন্দ্রে (ভিডিও)
** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে​
**‘সকালেই এতো ভোটারের উপস্থিতি আর দেখিনি’
**বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে
**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।