ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বাংলার প্রাণের কাছে

সার্কাসের হাতি যখন লোকালয়ে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
সার্কাসের হাতি যখন লোকালয়ে

ঢাকা: ব্যস্ত সড়কে হঠাৎ চিৎকার-চেঁচামেচি। আশপাশের সবাই দিগ্বিদিক ছোটাছুটি করছে।

ছুটবেই না কেন, পেছনে তো হাতি তাড়া করেছে। তাও আবার সার্কাসের হাতি।  

বুধবার (০৭ সেপ্টেম্বর) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পুনের রাস্তায় হঠাৎই ওই হাতিকে নিজের পেছনে আবিষ্কার করেন অনেকে। আর মুহূর্তেই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, প্রাণ বাঁচাতে শুরু হয় ছোটাছুটি।

বিষয়টি বন বিভাগে জানানো হলে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন। যদিও শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ‘পাগলা’ হাতিকে শান্ত করা হয়। এ সময় হাতিটি দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়।

জানা যায়, বেঙ্গালুরুর সার্কাসটি গত জুলাইয়ে শিফট করা হয়। কিন্তু ট্রানজিট পারমিট না থাকায় সে সময় চারটি হাতি সরাতে পারেনি কর্তৃপক্ষ। বুধবার ওই হাতিগুলো সরাতে গিয়েই এ বিপত্তি ঘটলো।  

প্রাণীর ওপর অত্যাচার করা হচ্ছে সম্প্রতি প্রাণী কল্যাণ বোর্ডে এ সংক্রান্ত অভিযোগ আসলে সেখান থেকে বেশ কয়েকটি প্রাণী উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলার প্রাণের কাছে এর সর্বশেষ