ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলার প্রাণের কাছে

আতিথেয়তায় পান-সুপারি, রাস বরণে ফুল

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
আতিথেয়তায় পান-সুপারি, রাস বরণে ফুল ছবি: সাগর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আদমপুর, কমলগঞ্জ ( মৌলভীবাজার) থেকে: রাস পূর্ণিমা উৎসব। মণিপুরী আদিবাসী সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব। সে উৎসবে দিনের বেলা কিশোরদের শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে স্মরণ করা হবে ভগবান শ্রী কৃষ্ণকে। আর সেই কৃষ্ণকে খুশি করতেই সনাতন ধর্মাবলম্বীদের এ বৃহৎ আয়োজন।

উৎসব উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সাদা কাপড়ের বাঁধনে সেজেছে চায়ের সমৃদ্ধ জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের রাস উৎসবের মণ্ডপ। ফুল, পাতা, দুর্বা ঘাসে তৈরি হয়েছে আসন।

সে আসনে দেওয়া হয়েছে প্রার্থনার অঞ্জলি। ঢুলি আর মন্দিরা নিয়ে আসরে বসেছেন বাদকেরাও।

ছবি: সাগর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

একে একে মণ্ডপে এসে হাজির হলো রাখালের দল। ময়ূর পাখনা আর হলুদ জরির টুপিতে তারা সেজেছে শ্রী কৃষ্ণ। গলায় মালা আর কপালে রয়েছে চন্দনের টীকা।  

একটু পরেই শুরু হবে শ্রী কৃষ্ণের বাল্যকালের জীবনাচারণ। ফুটিয়ে তোলা হবে রাখালের নৃত্যের মাধ্যমে। সে নৃত্যের নাম রাখাল নৃত্য। আর তার সঙ্গে থাকবে মৈথিলি ভাষার কীর্তন।

নৃত্য আর কীর্তনের আয়োজনে যোগ দিতে ইতোমধ্যেই হাজির হয়েছেন শত শত মানুষ। আসছেন আরও অনেকেই। আর উপস্থিত সবার মাঝে হঠ্যাৎ করে বিতরণ করা শুরু হলো পান-সুপারি আর ফুল।

বাংলানিউজের কথা হলে আয়োজকদের একজন আলিম কাম্মী জানান, কলাপাতায় মোড়া পান বিতরণ করা অনুষ্ঠানে আগতদের আতিথেয়তা জানানোর জন্য। আর এ উৎসবে তাদের বরণ করে নিতে ফুল দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে এটা একটা গুরুত্বপূর্ণ রীতি বলেও জানান তিনি।

ছবি: সাগর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘আমাদের কাছে অতিথি ভগবানের মতো। আর শ্রী কৃষ্ণের অনুষ্ঠানে এসে অতিথিরা আতিথেয়তা পাবে না, তাদের বরণ করা হবে না, এটা অসম্ভব। তাই তো এ অনুষঙ্গটি অনুষ্ঠানেরই একটা বিশেষ অংশ,’ যোগ করেন তিনি।  

কথা হলো রাস উৎসবে যোগ দিতে আসা আম্বি দেবীর সঙ্গে। তিনি বলেন, ভগবান শ্রী কৃষ্ণের উৎসবে আসবো আর আতিথেয়তা পাবো না এমনটা তো হয় না।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এইচএমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলার প্রাণের কাছে এর সর্বশেষ