ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নাটোরে ১০০০ চাষিকে বিনামূল্যে পাটবীজ প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
নাটোরে ১০০০ চাষিকে বিনামূল্যে পাটবীজ প্রদান ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে এক হাজার পাট চাষির মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের পাটবীজ বিতরণ করা হয়েছে।

 

রোববার (০৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাষিদের মধ্যে বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাবিবুর রহমান, রাজশাহী ও নাটোর অঞ্চলের ঊর্ধতন সহকারী পরিচালক সোলায়মান আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার এক হাজার পাট চাষিকে উফশী পাট ও পাটবীজ উৎপাদন এবং পাট পঁচন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়।

নাটোর উপজেলা পাট অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।