ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

পঞ্চগড়ে ১ একর আখ খেত পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
পঞ্চগড়ে ১ একর আখ খেত পুড়ে ছাই পঞ্চগড়ে ১ একর আখ খেত পুড়ে ছাই

পঞ্চগড়: পঞ্চগড়ের মীরগড় এলাকার নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চুর প্রায় এক একর জমির আখ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে তিন একর জমির আখ খেতের মাঝখানে হঠাৎ আগুনে লেগে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পরিষদ চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাচ্চু ছোট ভাই কাচ্চু বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় এক একর জমির আখ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। সময় মত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছালে আগুন আরও ছড়িয়ে পড়তো।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।