ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

সিলেটে পানিতে নিমজ্জিত দেড় লক্ষাধিক হেক্টর বোরো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
সিলেটে পানিতে নিমজ্জিত দেড় লক্ষাধিক হেক্টর বোরো নিমজ্জিত দেড় লক্ষাধিক হেক্টর বোরো- ছবি: বাংলানিউজ

সিলেট: অবিরাম বৃষ্টিপাতের কারণে আগাম বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিপাত ও ঢলের প্রভাবে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সব ক’টি হাওরের একের পর এক ধানের জমি তলিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) পর্যন্ত আগাম বন্যায় সিলেটসহ চার জেলায় এক লাখ ৬২ হাজার ৯শ’ ৬২ হাজার হেক্টর বোরো পানিতে তলিয়ে গেছে।

এর মধ্যে সুনামগঞ্জে ৯১ হাজার ৬শ’ ৯০, সিলেটে ৫৮ হাজার ৭শ’ ১০, মৌলভীবাজারে ১০ হাজার ৪২ এবং হবিগঞ্জে দুই হাজার ৫শ’ ২০ হেক্টর বোরো ফসল বন্যার পানিতে তলিয়েছে।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মামুনুর রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্ষয়ক্ষতির এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

তিনি বলেন, ০৩ এপ্রিল (সোমবার) পর্যন্ত সিলেট বিভাগে ৭৩ হাজার ৮শ’ ৮৫ হেক্টর বোরো পানির নিচে তলিয়ে গেছে। মাত্র একদিনের ব্যবধানে ৮৯ হাজার ৭৭ হেক্টর বোরো খেত পানিতে তলিয়ে গেছে।

সিলেট কৃষি সম্প্রদারণ অধিদফতর সূত্র জানায়, এবার সিলেটের চার জেলায় চার লাখ ৭৯ হাজার ৭শ’ ১৪ হেক্টর জমিতে বোরো লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে সিলেটে ৭৬ হাজার ৮শ’ ৩৩ হেক্টর, মৌলভীবাজারে ৫০ হাজার ৪শ’ ৬৪ হেক্টর, হবিগঞ্জে এক লাখ ৩৬ হাজার ৬শ’ হেক্টর, সুনামগঞ্জ দুই লাখ ১৫ হাজার ৮শ’ ১৭ হেক্টর।

এছাড়া সিলেট বিভাগে বোরো ক্ষেত করেছেন এমন কৃষকের সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ২শ’ ২৩ জন। এরমধ্যে সিলেটে তিন লাখ ২৮ হাজার ৬৪ জন, মৌলভীবাজার দুই লাখ ৪৭ হাজার ৮৯ জন, হবিগঞ্জ দুই লাখ ৮৫ হাজার ২শ’ ২৫ জন এবং সুনামগঞ্জে তিন লাখ ২০ হাজার ৮শ’ ৪৫ জন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনইউ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।