ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ময়মনসিংহে চাষিদের সনদ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
ময়মনসিংহে চাষিদের সনদ বিতরণ চাষিদের সনদ বিতরণ অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে উপজেলা, ইউনিয়ন পরিষদের কর্মচারী ও বেকার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বেসিক কম্পিউটার অপারেটিং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক উপায়ে সবজি চাষের ওপর হতদরিদ্র চাষিদের প্রশিক্ষণের সনদও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে এ সনদ বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, আকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।