ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নীলফামারীতে তামাক চাষিদের সংবাদ সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
নীলফামারীতে তামাক চাষিদের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর্তৃক বিড়ি শিল্প বন্ধ ঘোষণার প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে জেলা তামাক চাষি ও ব্যবসায়ী সমিতি।

রোববার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম ফকির।

লিখিত বক্তব্যে জানানো হয়, নীলফামারীসহ আশপাশের এ অঞ্চলের অন্তত ৫০ হাজার মানুষ সরাসরি তামাক চাষের সঙ্গে সম্পৃক্ত।

প্রায় ৩০ হাজার একর জমিতে অন্তত একশ’ কোটি টাকার তামাক চাষ করা হয়। যা এ দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। অথচ অর্থমন্ত্রী বিছুদিন যাবত দেশের এ পুরাতন বিড়ি শিল্পকে বন্ধ করার কথা বলে আসছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দেশের বিড়ি শিল্পকে বন্ধ করে বিদেশি সিগারেটকে বাঁচিয়ে রাখতে প্রতিবছর বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়িয়ে বিদেশি সিগারেটের ওপর শুল্ক কমানো হচ্ছে। বৈষম্যমূলক এ শুল্ক নির্ধারণের ফলে গত কয়েক বছরে দেশের শত শত বিড়ি কারখানা বন্ধ হয়ে গেছে। তাই বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর প্রধানমন্ত্রীর ঘোষিত বাজেট বহাল রাখার দাবি জানান তামাক চাষিরা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হামিদুল হক ছাড়াও কয়েকজন তামাক চাষি ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।