ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নাটোরের হালতিবিলে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
নাটোরের হালতিবিলে মাছের পোনা অবমুক্ত নাটোরের হালতিবিলে মাছের পোনা অবমুক্ত

নাটোর: নাটোরের হালতিবিলের পূর্বমাধনগর কদমতলা এলাকায় ৫০২ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে। 

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মৎস্য বিভাগের উদ্যোগে ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।  

নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এসব মাছের পোনা ছাড়েন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো. রঈস উদ্দিন রুবেল, মৎস্য বিভাগের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মো. আব্দুল ওদুদ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান খান, রাজশাহী বিভাগীয় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানম, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য শাহিনুর রহমান, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, নাটোর মৎস্য হ্যাচারির ব্যবস্থাপক ওয়ালী উল্লাহ মোল্লা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা, মাধনগর ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন ডলার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।