ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

রাণীনগরে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
রাণীনগরে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ

নওগাঁ: বন্যা পরবর্তী পুনর্বাসনের আওতায় নওগাঁর রাণীনগর উপজেলার তিনটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে স্বল্প মেয়াদী আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার কাশিমপুর, বড়গাছা ও কালিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০ কৃষকদের মধ্যে এই ধানের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।