ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

বদরগঞ্জে কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বদরগঞ্জে কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ বদরগঞ্জে কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ

রংপুর: রংপুরের বদরগঞ্জে মাছ মারতে গিয়ে কৃষকের ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। গত রোববার (২৪ সেপ্টেম্বর) পৌর শহরের মন্ডলপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মন্ডলপাড়া মহল্লার কৃষক রেজাউল ইসলাম স্বপনের নিচু ধানি জমিতে পাশের গ্রাম পাঠানপাড়া মহল্লার হাবিবুল্লাহ্, ভুট্টু মিয়া, আয়েশা সিদ্দিকা, তবার আলি ও মারুফা জোরপূর্বক মাছ মারলে জমির ধান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।

এদিকে খবর পেয়ে জমির মালিক কৃষক রেজাউল প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়।

উপায় না পেয়ে কৃষক রেজাউল বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কৃষক রেজাউল বলেন, এমনিতেই বন্যায় দুই দফা ফসলের ক্ষতি হয়েছে। কষ্ট করে বলান চারা দিয়ে জমি রোপন করেছি, সেটাও নষ্ট হয়ে গেল! এতে আমার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।