ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

সবুজের বুকে সাদা ফুলের লুকোচুরি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
সবুজের বুকে সাদা ফুলের লুকোচুরি  শিম গাছে ফুল-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: শক্ত সুতো ও বাঁশের তৈরি মাচার উপর নিজেদের মেলে ধরেছে শিম গাছের কচি ডগা। কচি ডগার মধ্যে উঁকি দিচ্ছে সাদা ফুল।  শিশির বিন্দুতে রাতভর ভিজেছে সাদা ফুল। সূর্যের আলো ফুটতেই নিজেদের মেলে ধরেছে।  

রোববার (৮ অক্টোবর) সকালে এমন চিত্র দেখা গেছে দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুরা শিম পল্লিতে।  

স্থানীয় শিম চাষি নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এবছর বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যার আগে রোপণ করা শিমের চারা পচন রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে। বন্যা শেষে নতুন করে বীজ রোপণ করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়। বীজ রোপণের পর চারা বের হয়ে গাছের লতাপাতা মাচার উপরে উঠেছে। গাছে দেখা দিয়েছে ফুল। ক’দিন পরই ফুল থেকে আসতে শুরু করবে ফসল।  

শিম গাছে ফুল-ছবি-বাংলানিউজতিনি বলেন, ফসল উত্তেলন পর্যন্ত সঠিক পরিচর্যা করতে হবে। শিম গাছে সাধারণত শুঁটির মাজরা পোকা, জাব পোকা, মরিচা রোগ, হলুদ মোজাইক রোগ হয়। এসব রোগ থেকে গাছকে রক্ষা করতে সঠিক পরিচর্যা চালিয়ে যাচ্ছি।  

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, চলতি মৌসুমে শিম চাষিদের সার্বক্ষণিক সব ধরনের সহযোগিতা করার জন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। বেশি ফলনের লক্ষ্যে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।  

শিম গাছে ফুল-ছবি-বাংলানিউজতিনি জানান, দিনাজপুরের শিম স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যায়। এবারও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে শিম পাঠানো সম্ভব হবে বলে তিনি আশা করেন।  
 
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ৮ অক্টোবর, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।