ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

কুষ্টিয়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
কুষ্টিয়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার রবি মৌসুম, পরবর্তী খরিপ-১ মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।

চলতি বছরে মিরপুর উপজেলায় ১ হাজার ২৫৫ জন কৃষকের মধ্যে প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।