ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

টেকসই মাটি ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
টেকসই মাটি ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ টেকসই মাটি ব্যবস্থাপনায় কৃষকদের প্রশিক্ষণ

দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ’ শীর্ষক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর মহাবিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান।

ফতেজংপুর ইউনিয়নের আদর্শ কৃষক আব্দুর রশিদের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইএফডিসি’র মৃত্তিকা বিজ্ঞানী মো. মাইনুল আহসান, চিরিরবন্দর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ফতেজংপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মোছা. রোকসানা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আইএফডিসি’র ফিল্ড কো-অর্ডিনেটর আবু জাফর মুহম্মদ নূর নবী।

চিরিরবন্দর উপজেলা ফতেজংপুর কৃষি ব্লকের ২৫ জন কৃষক-কৃষাণী ও পাঁচজন খুচরা সার-বীজ ব্যবসায়ীসহ মোট ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।