ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঋণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঋণ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঋণ

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৮জন কৃষকের মাঝে ৩৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুর আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি ঋণ কমিটির উদ্যোগে এ ঋণ বিতরনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার ডেপুটি ম্যানেজার এটিএম নূরুল ইসলাম, সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার তুহিন কান্তি চক্রবর্তী, সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহ উদ্দীন সরদার, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ আকন্দ, হাসানুজ্জামান, সোনাতলা শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার শামীউল ইসলাম, ইসলামী ব্যাংকের ম্যানেজার আলতাফ হোসেন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার সজিবুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল কাশেম, জনতা ব্যাংকের ম্যানেজার দীপন কুমার নন্দী ও সৈয়দ আহম্মদ কলেজ শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ।


 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।