ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

এবারও ফলন বিপর্যয়ের মুখে পান চাষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এবারও ফলন বিপর্যয়ের মুখে পান চাষ গোড়া ও কাণ্ড পচা এবং দাগ রোগের কবলে পান। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: এ বছরও ফলন বিপর্যয়ের মুখে পড়লো মেহেরপুরের পান চাষ। গোড়া ও কাণ্ড পচা এবং দাগ রোগে চাষীদের মাথায় হাত পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পরপর কয়েক বছর ধরে পান চাষে এমন লোকসান গুণতে হচ্ছে তাদের।

মেহেরপুর সদরের পিরোজপুর ও নুরপুর, গাংনী উপজেলার সানঘাট, চান্দামারী, এলাঙ্গী, বেড়, হেমায়েতপুর, কাজীপুর, সাহারবাটি, নওপাড়া ও কাথুলি গ্রাম পান চাষের জন্য উল্লেখযোগ্য। প্রতিবছরই এসব গ্রামের কৃষকরা অন্যান্য চাষের পাশাপাশি পান চাষ করছেন।

 গোড়া ও কাণ্ড পচা এবং দাগ রোগের কবলে পান।  ছবি: বাংলানিউজনুরপুর গ্রামের পান চাষী নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, এবছর আমার তিন বিঘা জমিতে পানের খিলে রয়েছে। টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহ আর তীব্র শীতে পানের গোড়া ও কাণ্ড পচা এবং পান পাতায় দাগ রোগ ধরেছে। বিগত কয়েকবছর ধরে কৃষকদের এমন ক্ষতি হচ্ছে। তাই চরম লোকসানে পড়েছি আমরা।

গেলো বছরের ক্ষতি কাটিয়ে উঠতে অধিকাংশ চাষীই এ বছর উৎসাহ নিয়ে পান চাষ করেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়া সে আশা, নিরাশায় পতিত করেছে বলে বাংলানিউজকে বলেন পিরোজপুর গ্রামের পান চাষী আক্কাস আলী।

পান চাষী মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, লাভজনক হওয়ায় মেহেরপুরের কৃষক পান চাষে ঝুঁকেছিলেন। আগে প্রতি সপ্তাহে এলাকা থেকে ৮-১০ ট্রাক পান জেলার বাইরে রফতানি হতো। কিন্তু কয়েক বছর ধরে পানের সঠিক পরিচর্যা করেও লাভবান হওয়া যাচ্ছে না। মাঠের প্রায় ৯০ ভাগ পানে বিভিন্ন রোগ ধরে এমন ক্ষতি হচ্ছে চাষীদের।

নুরপুর গ্রামের পান চাষী নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, পান বারো মাসী ফসল। বৈশাখ-জৈষ্ঠ মাসে পান চাষের জন্য জমিতে পিলে তৈরি করতে হয়। এক বিঘা জমিতে পান চাষ করতে প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে বিঘা প্রতি দেড় লাখ টাকা পর্যন্ত লাভ করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৫২ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। গত বছর জেলায় ৪৫৩ হেক্টর জমিতে পান চাষ হয়েছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, জেলায় পান চাষ বৃদ্ধি পেয়েছে। কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়নি। রোগ প্রতিরোধে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবেই ভালো পান পাওয়া যাবে।

তিনি আরো বলেন, আমরা তিনটি রোগ নির্ণয় করেছি। তার প্রতিকারে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।