ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

বদরগঞ্জে কমেছে বিষবৃক্ষ তামাকের চাষ

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বদরগঞ্জে কমেছে বিষবৃক্ষ তামাকের চাষ তামাকের চাষ

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় কমে গেছে বিষবৃক্ষ হিসেবে পরিচিত তামাকের চাষ। কৃষি বিভাগের আন্তরিকতা ও চাষিদের উপলব্ধিই তামাক চাষে অনীহার কারণ। তামাক কোম্পানির লোভনীয় প্রস্তাবও চলতি বছর কৃষকদের তামাক চাষে উৎসাহিত করতে পারেনি। এক সময় বদরগঞ্জ উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছিলো তামাকের চাষ।

নগদ অর্থ ও অধিক মুনাফার মোহে আচ্ছন্ন হয়ে তামাকজাত দ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর জেনেও কৃষকরা তামাক উৎপাদন করতেন। পরবর্তীতে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও কৃষকদের সাথে প্রতিনিয়ত সম্পর্ক জোরদার এবং তামাকের ক্ষতিকর দিক কৃষকদের বোঝাতে সক্ষম হওয়ায় তামাক চাষিরা নিরুৎসাহিত হন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর গোটা উপজেলার তামাক চাষ নেমে এসেছে মাত্র ৩৮ হেক্টরে। যদিও তামাক কোম্পানিগুলো এই ৩৮ হেক্টর জমির তামাক কৃষকদের কাছ থেকে বেশি মূল্যে ক্রয় এবং আগাম ঋণের ব্যবস্থা করেছিলো। তা না হলে উপজেলায় ১ হেক্টর জমিতেও তামাক চাষ হতো না।

কৃষি অফিস সূত্রে আরও জানা যায়, গোটা উপজেলার মধ্যে শুধু মধুপুর ইউনিয়নে কৃষকরা তামাক চাষ করছেন। এছাড়াও পৌরশহরের নদীর তীরবর্তী কিছু এলাকায় তামাক চাষ হচ্ছে।

তামাক চাষ নিয়ে কথা হয় উপজেলার মধুপুর ইউপির পাকারমাথা এলাকার তামাক চাষি সিরাজুল হকের সঙ্গে। তিনি জানান, তামাক চাষে লাভ অনেক বেশি। বালু মিশ্রিত অল্প কিছু জমিতে তিনি এবার তামাক চাষ করেছেন।

তামাক কোম্পানিগুলোর বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব সিরাজুল হককে তামাক চাষে আকৃষ্ট করেছে বলে জানান তিনি। তামাকের ক্ষতিকর দিকের কথা বললে আগামীতে আর তামাক চাষ করবেন না বলেও জানান তিনি।

পৌরশহরের গত বারের তামাক চাষি মানিক রায় জানান, ক্ষতিকর দিকের কথা মাথায় রেখে তামাক কোম্পানির প্রস্তাব ফিরিয়ে দিয়ে এ মৌসুমে তামাকের জমিতে ভুট্টা চাষ করেছেন।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, উপজেলায় কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করার কারণে ভুট্টা, সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, তামাকের ক্ষতিকর দিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া গেলে অদূর ভবিষ্যতে এ উপজেলায় এক হেক্টর জমিতেও তামাক চাষ হবে না।

বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুবর রহমান বলেন, তামাক কোম্পানিগুলোর অধিক মূল্যে তামাক ক্রয় ও কৃষকদের আগাম ঋণের ব্যবস্থা করা সত্ত্বেও আমরা কৃষকদের তামাকের ক্ষতিকর দিকগুলো বোঝাতে সক্ষম হয়েছি। এ কারণে এ উপজেলায় তামাক চাষ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।