ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

মেহেরপুরে কমেছে গম, বেড়েছে ভুট্টা চাষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
মেহেরপুরে কমেছে গম, বেড়েছে ভুট্টা চাষ ভূট্টা ক্ষেত

মেহেরপুর: ব্লাস্ট নামক ছত্রাকের আক্রমণে গম চাষে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পর পর কয়েক বছর ফলন ও দাম ভালো পাওয়ায় মেহেরপুর জেলায় ভুট্টাচাষের দিকে ঝুঁকছেন চাষিরা। মেহেরপুরের সব এলাকায় এখন ভুট্টা চাষ করছেন কৃষকরা।

ভালো ফলন ও দাম পাওয়ায় বিগত তিন বছরে জেলায় ভুট্টা চাষ বেড়েছে ৫ গুণ।
কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ বছর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে।

গত বছর জেলায় ভুট্টার চাষ হয়েছিলো ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। আগের বছর চাষ হয়েছিলো ২ হাজার হেক্টর জমিতে। জেলার কৃষকরা হাইব্রিড ইয়োন এগ্রো, সুপার সাইন-২৭ জাতের ভুট্টার চাষ করে থাকেন।

গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের ভুট্টা চাষি আসাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আবহাওয়া ভালো থাকায় এ বছর ভুট্টার গাছ ও মোচা হয়েছে ভালো। আশা করছি ফলনও ভালো পাবো।

হাড়াভাঙ্গা গ্রামের কৃষক রমিজ উদ্দীন ও কাজীপুর গ্রামের সাহাদুল ইসলাম বাংলানিউজকে জানান, সার, বীজ ও তেলের দাম বৃদ্ধিসহ ভুট্টা আবাদের আনুসাঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় চাষিদের এবার বিঘা প্রতি জমির লিজসহ খরচ হয়েছে ১০-১২ হাজার টাকা। সেক্ষেত্রে ৩৫-৪০ মণ ফলন পাবে বলে ধারণা করছেন চাষিরা।

সদর উপজেলার ফতাইপুর গ্রামের আহার আলী ও করিম শেখ বাংলানিউজকে জানান, ফলনে খুশি হলেও ভুট্টার দাম গত বছর হঠাৎ কমে যাওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছিল। গতবারের মত দাম পেলে ১৮-২০ হাজার টাকা লাভ হবে বলে আশা চাষিদের।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অফিসের উপ পরিচালক (ডিডি) কৃষিবিদ ড. আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, কৃষি বিভাগ ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধকরণসহ ক্ষতিকারক কীট-পতঙ্গ দমনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে। তবে ভুট্টার দাম কিছুটা কমলেও সার্বিকভাবে লাভবান হবেন চাষিরা।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।