ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

মাগুরায় ঝড়-শিলাবৃষ্টিতে ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
মাগুরায় ঝড়-শিলাবৃষ্টিতে ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট নষ্ট ফসলী জমি

মাগুরা: মাগুরায় ঝড় ও শিলাবৃষ্টিতে চার হাজার ৭৫৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ মার্চ) বিকেলের ঝড় ও শিলাবৃষ্টিতে এ ক্ষতি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রিতম সাহা বাংলানিউজকে বলেন, চলতি মৌসুমে জেলার চার উপজেলায় প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়।

এছাড়া উল্লেখ্য সংখ্যাক জমিতে চাষ হয়েছে বিভিন্ন ধরনের সবজি, আম ও লিচু। যার মধ্যে বিকেলের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা পেঁপে, কলা, পেঁয়াজ ও পেঁয়াজ বীজ, আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ চার হাজার ৭৫৩ হেক্টর হবে। ছবি: বাংলানিউজঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর মধ্যে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার মঘি, জগদল এবং শুক্রজিৎপুর ও মহম্মদপুর উপজেলার বিনোদপুর, পলাশবাড়িয়া এবং রাজাপুর।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।