ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

অনু খাদ্যের অভাবে ধানের পাতা পুড়ে যাচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
অনু খাদ্যের অভাবে ধানের পাতা পুড়ে যাচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলার কয়েকটি গ্রামে রোপণ করা রোপা/আমন ধানে অনু খাদ্যের অভাবে ব্যাকটেরিয়া জনিত রোগের কারণে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে। ধান গাছ নতুন করে শেকড় ছাড়তে পারছে না ফলে মরে যাচ্ছে।

সরজমিনে মাঠে গিয়ে দেখা গেছে, উপজেলার কালীগ্রাম, আবাদপুকুর, বেলগড়িয়া, সিলমাদার, করজগ্রাম, ভেটি, দামুয়া, নারায়ণপাড়াসহ বিভিন্ন এলাকায় শত শত বিঘা জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত জমির ধান খুব অল্প সময়ের মধ্যেই মরে যাচ্ছে।

মাঠের অধিকাংশ জমির ধানের একই অবস্থা। বিনা সেভেন, ব্রি ৪৯, বি ৫১, ব্রি ৫২ ও আতব ধানসহ বিভিন্ন প্রজাতির ধান গাছ এ রোগে আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে আবাদপুকুর বড়িয়াপাড়া গ্রামের দুলাল হোসেন বাংলানিউজকে বলেন, ৫ বিঘা জমিতে ধান রোপণ করেছি। এর মধ্যে ৪ বিঘা জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন কোম্পানির ওষুধ প্রয়োগ করেও কোন সুফল পাওয়া যায়নি। এরই মধ্যে অনেক কৃষক জমির ধান কেটে ফেলে দিয়ে নতুন করে ধান রোপণ করছেন। ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে।  ছবি: বাংলানিউজউপজেলার দামুয়া গ্রামের কৃষক আফসার আলী বাংলানিউজকে জানান, ধান রোপণের পর থেকেই হঠাৎ করে ধানের পাতা হলুদ বর্ণ হতে থাকে। আমার ৪ বিঘা জমির ধান কেটে আবার নতুন করে ধান রোপণ করেছি।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় প্রায় ১৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা/আমন ধান রোপণ করা হয়েছে। হঠাৎ করে এলাকার কিছু জমিতে এ রোগ দেখা দেয়। এটি ব্যাকটেরিয়া জনিত রোগ। অনু খাদ্যের অভাবে এটি হয়েছে। তবে আমরা কৃষকদের প্রতি বিঘাতে ৮ থেকে ১০ কেজি ইউরিয়া এবং পটাশ সার দেওয়ার পরামর্শ দিচ্ছি। কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা সব সময় মাঠে কাজ করছি।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।