ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

বারহাট্টায় কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
বারহাট্টায় কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৫৭০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলানিউজকে ইউএনও বলেন, কৃষি প্রণোদনার আওতায় ৫৭০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রবি মৌসুমের বোরো ধান, সরিষা, ভুট্টা ও বিটি বেগুনের বীজ ও সার দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।