ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

পোরশায় কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
পোরশায় কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ  কৃষকদের হাতে ধানের বীজ তুলে দিচ্ছেন খাদ্যমন্ত্রী। ছবি: বাংলানিউজ

নওগাঁ: উপসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলায় ১ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে কৃষকদের হাতে এসব তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পোরশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।