ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, মে ১৬, ২০১৯
প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: বাজারমূল্যে সামঞ্জস্য আনতে সারাদেশে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান দ্রুত করার নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

এবার ধানের উৎপাদন ভালো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন ভালো হলেও বেড়েছে উৎপাদন খরচও। সেই হিসেবেই দর বেঁধে দেওয়া হয়েছে।

আর উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান চালানো হচ্ছে।  

বুধবার (১৫ মে) বিকেলে নওগাঁ খাদ্যগুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, সরকারিভাবে শস্য সংগ্রহে কোনো ভাবেই অনিয়ম হতে দেওয়া হবে না। প্রকৃত কৃষকের কাছ থেকেই ধান কিনবে সরকার। এজন্য ক্রয় কমিটিতে যুক্ত স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তদারকি জোরদার করতে হবে।  

ধানের দর খুব শিগগিরই সরকারি দরের সঙ্গে সামঞ্জস্য হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।  

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিলার ও ব্যবসায়ী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

এর আগে সান্তাহার সিএসডি খাদ্যগুদামে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।