ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

নীলফামারীতে ২৬১২ মেট্রিক টন ধান কেনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ১৮, ২০১৯
নীলফামারীতে ২৬১২ মেট্রিক টন ধান কেনা হবে বাংলানিউজ ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীতে সরকারিভাবে ধান, গম, সিদ্ধ চাল ও আতপ চাল সংগ্রহ অভিযানের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তৃণমূল থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ধান ২৬ টাকা, গম ২৮ টাকা দরে কেনা হবে। অপরদিকে, মিলারদের কাছ থেকে প্রতিকেজি সিদ্ধ চাল ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা দরে কেনা হবে।

শনিবার (১৮ মে) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিন অভি।  

তিনি বলেন, জেলা সদরসহ ছয় উপজেলায় দুই হাজার ৬১২ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৬১৬ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

 

তিনি আরও বলেন, উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পর্যায়ে বাছাইকৃত কৃষকদের তালিকা দেওয়া পর সরাসরি তাদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ২৮ টাকা কেজি দরে গম কেনা হবে। এছাড়া স্থানীয় মিলারদের কাছ থেকে সিদ্ধ চাল প্রতিকেজি ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা দরে কেনা হবে।  

আগামী এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

একজন কৃষক ১৫০ কেজি থেকে তিন হাজার কেজি গম ও ১২০ কেজি থেকে তিন হাজার কেজি পর্যন্ত ধান দিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।