ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

জয়পুরহাটে সরকারিভাবে বোর ধান সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মে ২২, ২০১৯
জয়পুরহাটে সরকারিভাবে বোর ধান সংগ্রহ শুরু

জয়পুরহাট: জয়পুরহাট সদর এলএসডিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০১৯ এর আওতায় বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় সদর খাদ্যগুদামে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন।

এরআগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অব্দুস সাত্তার মন্ডল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এবার জয়পুরহাটের পাঁচ উপজেলায় ৬৫৩ মেট্রিক টন আতপ চাল, দুই হাজার ১৪ মেট্রিক টন ধান ও ২১ হাজার ৪১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।