ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

পাবনায় সরকারিভাবে আমন সংগ্রহের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
পাবনায় সরকারিভাবে আমন সংগ্রহের কার্যক্রম শুরু

পাবনা: পাবনায় প্রান্তিক কৃষকের কাছ থেকে তালিকার মাধ্যমে আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ধান সংগ্রহের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

২৬ টাকা কেজি হিসাবে এক হাজার চল্লিশ টাকা মণ দরে ৬৪৮ জন তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে সর্বনিম্ন ৫ মণ থেকে এক টন পর্যন্ত ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে।

 

পাবনা জেলায ৯ হাজার ৮০ মেট্রিকটন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার মধ্যে পাবনা সদর উপজেলায় ২১৯৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই মৌশুমের চলতি মাসের ২০ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, সদর উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভিন, নূরপুর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত পরিদর্শক মোহম্মদ আলী মিঞাসহ স্থানীয় ইউনিয়নের কৃষক।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা সদর আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং উদ্বৃত্ত খাদ্য শস্যের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ধান আমাদের প্রধান ফসল। বাম্পার উৎপাদনে ধানের মূল্য কম হওয়ায় সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কৃষকদের যথাযথ মূল্য নিশ্চিতে সম্ভাব্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরাসরি ধান ক্রয় চলছে কৃষকদের কাছ থেকে।  

আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে তালিকাভুক্ত সব প্রান্তিক সাধারণ কৃষকের কাছ থেকে পর্যায়ক্রমে ধান কেনা হবে বলে জানান তিনি। সরকারের এই মহতি উদ্যেগের সঙ্গে সবাইকে থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।