ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

খাদ্য হিসেবে ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
খাদ্য হিসেবে ভুট্টার জনপ্রিয়তা বাড়ছে

দিনাজপুর: দেশের ভুট্টা পোল্ট্রি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহার ছাড়াও মানুষ্যখাদ্য হিসেবেও এর জনপ্রিয়তা বাড়ছে। এদেশের ভুট্টা-গমে রোগ-বালাই কম ও ফলন বেশি হয়। তাই দেশে ভুট্টার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ‘ভুট্টা চাষ টেকসইকরণে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সনৎ কুমার সাহা একথা বলেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাশ।

কর্মশালায় রংপুর-দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিসহ ৬০ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।