ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

শেখ হাসিনাই একমাত্র কৃষকবান্ধব সরকার: শ.ম রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
শেখ হাসিনাই একমাত্র কৃষকবান্ধব সরকার: শ.ম রেজাউল

পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বাঁচাতে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী ও এ দেশের কৃষকদের চেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ব্যাপকভাবে ভর্তুকি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সামনে ফসল কর্তন ও মাড়াই যন্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বিএনপি সরকারের আমলে এদেশের কৃষকরা জমিতে ঠিকমতো সার বা কিটনাশক দিতে পারতো না।

বিএনপি সরকার সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছে। কিন্তু শেখ হাসিনার সরকারের সময় কৃষকরা বিনামূল্যে সার, বীজসহ কৃষি সামগ্রী পেয়ে থাকেন।

তিনি আরও বলেন, প্রকৃত কৃষকদের কাছ থেকেই নিয়ম অনুযায়ী বোরো ধান সংগ্রহ করতে হবে। আর এতে কোনো প্রকার  অনিয়ম দেখা গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা কৃষি উপ-পরিচালক আবু হেনা জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মাদ ওবায়দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগ বিজয় হাজরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।