ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

শরীয়তপুরে ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২০
শরীয়তপুরে ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু  ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় তিন দিনের কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  

সোমবার (০৫ অক্টোবর) সকালে উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

সদর উপজেলা কৃষি কার্যালয় এর আয়োজন করে।

মেলায় ৩০টি স্টল প্রদর্শনীতে অংশ নিয়েছে। ০৭ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
ছবি: বাংলানিউজ
উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, জেলা কৃষি কর্মকর্তা আমির হামজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।