ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

রাজশাহীতে হঠাৎ কুয়াশা, আমের মুকুলের ক্ষতির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
রাজশাহীতে হঠাৎ কুয়াশা, আমের মুকুলের ক্ষতির শঙ্কা কুয়াশায় ঢাকা প্রকৃতি। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে শনিবার (৬ মার্চ) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২৩ মিনিটে। কিন্তু ভোরে সূর্যোদয়ের পর পরই ঘন কুয়াশায় আবারও ঢেকে যায় সবুজ প্রকৃতি।

কয়েকদিন থেকে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর হঠাৎ প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তন দেখে সবাই হচকচিত। প্রকৃতির এমন বিরূপ আচরণ দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন- আম চাষিরা। একই কথা বলছেন- ফল গবেষক ও বিজ্ঞানীরাও।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, এবার অনেকটা আগেভাগেই বিদায় নিয়েছে শীত। ফাল্গুনের আগেই সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরে উঠে গেছে। বর্তমানে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ এবার সময়ের আগেই গরম পড়েছে রাজশাহীতে। শীত বিদায় নিয়েছে অনেক আগেই। আর ঘন কুয়াশা পড়েনি প্রায় এক মাস। এই বিরাট ফারাকের পর শনিবার ভোরে হঠাৎই ঘন কুয়াশা পড়ে আমের রাজধানী খ্যাত উত্তরের শহর রাজশাহীতে।

জানতে চাইলে- রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন বাংলানিউজকে বলেন, শনিবার ভোরে সূর্যোদয় হলেও পরে কুয়াশা পড়ে। যা সকাল পৌনে ১০টা পর্যন্ত স্থায়ী ছিল। এর পরই আবার সূর্যের মুখ দেখা গেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বর্তমানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে। এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল- ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা বলেও উল্লেখ করেন- এই জ্যেষ্ঠ আবহাওয়া কর্মকর্তা।

এদিকে ভোরে সূর্যোদয়ের পর আবারও তা ঢেকে যায় ঘন কুয়াশায়। হঠাৎ কুয়াশার ফলে কিছুটা বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। কারণ কুয়াশা পড়ার পর হিমেল বাতাস এই ফাল্গুনী প্রকৃতিতে আবারও শীতের আমেজ ছড়িয়েছে। যারা এরই মধ্যে শীতের কাপড় আলমারিতে তুলে রেখেছেন, তারা আবারও বের করেছেন। গরম কাপড় গায়ে মুড়িয়ে আজ সকালে বাইরে বের হতে হয়েছে অনেককেই।

আর এই ঘন কুয়াশার জন্য চিন্তার রেখা ফুটে উঠেছে আমচাষিদের কপালে। এমনভাবে কুয়াশা পড়লে আমের মুকুলের ক্ষতি হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। কারণ ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আমের মুকুলে 'পাউডারি মিলডিউ' নামে এক ধরনের রোগ দেখা দেয়। এতে আমের মুকুল ঝরে পড়ে। যার প্রভাব পড়ে আমের ফলনেও।

মহানগরীর বড়বনগ্রাম এলাকার আমচাষি আহমেদ আলী বলেন, এমন কুয়াশা হঠাৎই পড়েছে আজ। এটি অব্যাহত থাকলে আমের মুকুলের ক্ষতি হবে। মুকুল থেকে এখনই গুটিতে রূপান্তর হওয়ার সময় চলে এসেছে। এ সময়ে ঘন কুয়াশা আমের মুকুলের জন্য হন্তারক। যদিও এরই মধ্যে মুকুলে ছত্রাকনাশক স্প্রে করেছেন বলে জানান এই চাষি।

তবে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বাংলানিউজকে বলেন, এ বছর মাঘের শুরুতে শীতের তীব্রতা ছিল। ওই সময়ের মধ্যেই অনেক গাছে মুকুল চলে এসেছে। সাধারণত মার্চ মাসের মধ্যেই এই মুকুল আমের গুটিতে পরিণত হয়। এখন কোনো কারণে যদি ঘন কুয়াশা স্থায়ী হয় তাহলে আমের সেই মুকুল ক্ষতিগ্রস্ত হবে। তবে এক-দুই দিনের এমন ঘন কুয়াশায় আমের মুকুলের ক্ষতি হবে না। এছাড়া ইতোমধ্যে চাষিরা আমের মুকুলে স্প্রে করে দিয়েছেন। আবহাওয়া যদি রৌদ্রজ্জ্বল হয় এবং তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে তবে কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন ফল গবেষণা কেন্দ্রের এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।