ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

হারভেস্টার মেশিন পেলেন ঈশ্বরদীর পাঁচ কৃষক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ৬, ২০২১
হারভেস্টার মেশিন পেলেন ঈশ্বরদীর পাঁচ কৃষক ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় পাঁচ কৃষক পেলেন ধান কেটে ঘরে দ্রুত তোলার জন্য কম্বাইন হারভেস্টার মেশিন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঈশ্বরদী উপজেলা কৃষি অফিস থেকে চারটি এবং এর আগে আরও একটি মেশিন বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।  

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আ. লতিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।

এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, সাড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলী মালিথা, হারভেস্টারপ্রাপ্ত কৃষক মুলাডুলির ইউনিয়নের আনোয়ার হোসেন মালিথা, ছলিমপুরের মহিন উদ্দিন, লক্ষ্মীকুণ্ডার সিদ্দিকুর রহমান, পৌরসভার ইস্তা এলাকার আনিসুর রহমান আদম।

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষকদের ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে। তাই কৃষিবান্ধব শেখ হাসিনা সরকার (৫০ শতাংশ ভর্তুকিতে) কৃষকের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে কৃষক তার জমির ধান ঘরে উঠাতে পারবেন।

ঈশ্বরদী ইউএনও পি এম ইমরুল কায়েস বলেন, যে কয়টি মেশিন অর্ধেক দামে বিতরণ করা হলো, এগুলো দিয়ে ঈশ্বরদীর মাঠের বেশীর ভাগ ধান সময় মতো কাটা সম্পন্ন হবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।