ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

কুষ্টিয়ায় কৃষকদের জমিতেই গানের প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কুষ্টিয়ায় কৃষকদের জমিতেই গানের প্রতিযোগিতা

কুষ্টিয়া: কৃষি কাজে কৃষকদের আরো উদ্বুদ্ধকরণ এবং বিনোদনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে ধানের জমিতেই আমন ধান কর্তন অবস্থায় অনুষ্ঠিত হয়েছে গানের প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের মাঠে ‘কৃষিবিডি’ এর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মাঠে আমন ধান কাটারত ৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে তিনজন বিজয়ী হন।

প্রতিযোগিতায় স্থানীয়, নিজেদের লেখাসহ মাঠে কাজ করার সময় গাওয়া বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন প্রতিযোগিরা।

অনুষ্ঠানে কৃষিবিডির পরিচালক ও বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের কুষ্টিয়া করেসপন্ডেন্ট জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সমাজসেবক কামরুল ইসলাম প্রমুখ।

কৃষক বিনোদনের ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষক ইউনুস আলী, কৃষি শ্রমিক লিংকন আলী দ্বিতীয় এবং কৃষক মিজানুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে বাঁশের তৈরি মাথাল, ধান কাটার কাস্তে এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।