ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ফরিদপুরে ৩ হাজার ৯০০ কৃষক পেলেন বীজ-সার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
ফরিদপুরে ৩ হাজার ৯০০ কৃষক পেলেন বীজ-সার  ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা গেছে, ৩ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফশী ধানের বীজ এবং ১০ কেজি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বোয়ালমারী উপজেলা পরিষদ হল কক্ষে সার ও বীজ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসসহ উপকারভোগী কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।