ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

‘হাওরে বাঁধের কাজে দুর্নীতির প্রতিবেদন শিগগিরই জমা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
‘হাওরে বাঁধের কাজে দুর্নীতির প্রতিবেদন শিগগিরই জমা হবে’

সুনামগঞ্জ: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চূড়ান্ত প্রতিবেদন দু’তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেবে তদন্ত কমিটি।  

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে সুনামগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, হাওরে এবার যে পরিমাণ ফসল তলিয়ে গেছে, তাতে সারাদেশের খাদ্য সংকটে কোনো প্রভাব ফেলবে না। সুনামগঞ্জে এবছর ২০১৭ সালের থেকেও বেশি পানি হয়েছে। তবে বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ ফারুক বলেন, সুনামগঞ্জে বন্যায় ফসলের ক্ষতি হলেও দেশে দ্রব্যমূল্যের দাম বাড়বে না। সেই দিকেও আমাদের নজরদারি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের প্রকৌশলী জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।