ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে ফ্রেন্ডস ফেয়ার এবং বিডি বিজ’র বর্ষপূর্তি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
আমিরাতে ফ্রেন্ডস ফেয়ার এবং বিডি বিজ’র বর্ষপূর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ফ্রেন্ডস ফেয়ার এবং বাংলাদেশ বিজনেসের উদ্যোগে শুক্রবার রাতে কে জি এন রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও প্রথম বর্ষ পূর্তি ২০১৪ অনুষ্ঠিত হয়েছে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেটের কন্স্যাল জেনারেল মাসুদুর রহমান ।



বাংলাদেশ ফ্রেন্ডস ফেয়ারের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মুজমদারের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল জেনারেল ড. মুহাম্মুদুল হক, বাংলাদেশ কনস্যুলেটের লেবার কনসুলার মিজানুর রহমান, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, চট্টগ্রাম কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহম্মদ আলমগীর জামান, রাস আল কাইমা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি পেয়ার মোহাম্মদ ও মোহম্মদ আলী।

মোহাম্মদ রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেসের অপারেশন ইনচার্জ মোক্তারুল হকসহ অনান্য কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ