ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে এনডিসিকে সংবর্ধনা

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
আমিরাতে এনডিসিকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: ন্যাশনাল ডিফ্ন্সে কলেজের (এনডিসি) ৪৩ সদস্যের প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাত সফর করছে। তাদের সংবর্ধনা দিয়েছেন আবুধাবী প্রবাসী বাংলাদেশীরা।



মঙ্গলবার রাতে স্থানীয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।    

এনডিসির কমানডেন্ট লে: জেনারেল মোল্লা ফজলে আকবর বলেন, বিশ্ব শান্তি স্থাপনে ও সন্ত্রাস দমনে বাংলাদেশ সেনাবাহিনী আমিরাত সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করবে। সন্ত্রাসী কার্যকলাপ কোনো দেশই কামনা করে না, সকলেই শান্তি চায়।

সুজনা রহমানের পরিচালনা ও বাংলাদেশ প্রবাসী কমিউনিটি নেতা ইফতার হোসেন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ডা: মোহাম্মদ ইমরান, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড: হাবীবুল্লাহ খন্দাকার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফ প্রমুখ।

এসময়ে দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল মাসুদুর রহমান, মেজর জেনারেল মাসুদ রাজ্জাকসহ শ্রীলংকা, জর্ডান, নাইজেরিয়া, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, আমিরাতসহ বিভিন্ন দেশের সেনাবাহিনীর সিনিয়র কর্মকতাসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ