ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে সাড়ে ৪ হাজার বাংলাদেশি বিপাকে

মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
আমিরাতে সাড়ে ৪ হাজার বাংলাদেশি বিপাকে

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের সিস্টেম কোম্পানির মালিক পালিয়ে যাওয়ায় প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশি শ্রমিক বিপাকে পরেছেন।

সিস্টেম কোম্পানিতে পাকিস্তানি, ভারত, বাংলাদেশিসহ প্রায় ১৮ হাজার শ্রমিক কাজ করেন।

তাদের অনেকেই দুবাই সোনাপুর ক্যাম্পে আছেন। এই কোম্পানির মালিক লেবাননের।

কোম্পানিতে কর্মরত মুহাম্মদ মালিক ফকির বাংলানিউজকে জানান, মালিকপক্ষ গত তিন মাস ধরে কোনো বেতন দেয়নি।

মালিক পালিয়ে যাওয়ায় এখন দুবাই লেবার অফিস থেকে বলা হয়েছে, যারা দেশে চলে যেতে চায়, তাদেরকে ৩ হাজার ইউএই দিরহাম ও বিমানের টিকেট দেওয়া হবে। আর যারা থাকবে তাদেরকে অন্য কোম্পানিতে কাজ করার অনুমতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ