ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে স্যোশাল ক্লাবের ঈদ অনুষ্ঠান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
আমিরাতে স্যোশাল ক্লাবের ঈদ অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের আজমানে ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ স্যোশাল ক্লাব।

বৃহস্পতিবার আজমান আল জাওয়াহের হোটেলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।



স্যোশাল ক্লাবের সভাপতি নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী লামিস ও নাজুর পরিবেশনায় মুখরিত হয় পুরো হল রুম।

স্যোশাল ক্লাবের কার্যনির্বাহী সদস্যদের পরিচিত পর্ব ও পৃষ্ঠপোষকদের বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের কর্মকর্তা তানভীর মনসুর।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ