ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে দেয়াল ধ্বসে বাংলাদেশি শ্রমিক নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
দুবাইয়ে দেয়াল ধ্বসে বাংলাদেশি শ্রমিক নিহত

দুবাই: দুবাইয়ের আল গেসেস নামক স্থানে আটতলা আবাসিক ভবনের দেয়াল ধ্বসে ঘটনাস্থলেই মুহাম্মদ শামীম নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।



এ ঘটনায় আহত হয়েছেন চারজন। দুবাই পুলিশ তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। আহতরা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানা গেছে।

দেয়াল ধ্বসের ঘটনায় ওইস্থানে পর্কিংকরা পাঁচটি গাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের প্রথম সচিব ( শ্রম) একেএম মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত বিষয়টি কেউ আমাকে অবহিত করেননি।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ