ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
আমিরাতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠান

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আবুধাবির মোচ্ছাফার হোটেল গ্রিন দরবার হল রুমে আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেন।



তোফায়েল আহমেদ চৌধুরী সেলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুধাবি আওয়ামী লীগের সম্মানিত প্রধান উপদেষ্টা শাহ আলম ভুঁইয়া ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী।

আর প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম. ইউনুচ চৌধুরী ইমু।

এই অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মীর আহমদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর বাদশা বিপ্লব, মীর মোহাম্মদ খালেদ, মিলন ফকির, নুরুন্নবী পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোশাররফ হোসেন, আলমগীর প্রমুখ।

পরে সোহেল মাঝিকে আহ্বায়ক ও তোফায়েল আহমেদ চৌধুরী সেলিম, মিলন ফকির, প্রকৌশলী নজরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থার মান ভালো দেখেই এখন বিএনপি-জামায়াতের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তারা নিত্য নতুন চক্রান্ত শুরু করছে।

তাদের রুখে দিতে দেশের মানুষই দাঁড়াবে বলে বক্তারা মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ