ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

শারজাহ আল মাদামে বঙ্গবন্ধু পরিষদ গঠন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
শারজাহ আল মাদামে বঙ্গবন্ধু পরিষদ গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শারজাহ: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আল মাদামে বঙ্গবন্ধু পরিষদ গঠন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আল মাদামের সুলতান আল কাদির হোটেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন হিরো।



হাছান তারেকের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আল মাদাম বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা এস এম ইদ্রিচ।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিচ তালুকদার. আমিরাতের বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব কে এম আনিস মঞ্জুর, দুবাই বঙ্গমাতা কেন্দ্রীয় পরিষদের আহবায়ক মোহাম্মদ ইউনুস নোভেল, মোহাম্মদ মনজুর আলম তালুকদার, ইমরান সরদার, হেলাল তালুকদার, আবু বক্কর, সাহাবুদ্দিন রুবেল, রিদোয়ান বারি, সুমন বডুয়া, রতন সরকার, সুভাষ শীল, বিকাশ গুপ্ত প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমরা যতো দিন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত থাকবো, ততোদিন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে।

সভা শেষে মোহাম্মদ মনজুর আলম তালুকদারকে সভাপতি, ইমরান সরদারকে সাধারণ সম্পাদক ও সাহাবউদদীন রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের একটি কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ