ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরব আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
আমিরাতে আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে উম্ম-আল কুয়াউম আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।

গত শুক্রবার (০৯ জানুয়ারি) আরব আমিরাতের উম্ম আল কুয়াইম পালস হোটেলের বলরুমে আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন-২০১৫ উদ্বোধন করেন আমিরাত আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সমর শাহ।



সম্মেলনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন- সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আল-মামুন সরকার।

এ ছাড়া আরব আমিরাতের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলন পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রুবেল আহমেদ শিবলু।

এছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শ্রী অনুকুল রাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, উম্ম আল কুয়াইম আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, উম্ম আল কুয়াইম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ এহসানুল হক, দুবাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাকিব রাদিতুল্লাহ বাহার, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদসহ সংযুক্ত আরব আমিরাতের আওয়ামী পরিবারের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ