ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে প্রসাস আহ্বায়ককে বিদায় সংবর্ধনা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
আমিরাতে প্রসাস আহ্বায়ককে বিদায় সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) আহ্বায়ক হারুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুবাই কেজিএন হোটেলের হলরুমে প্রসাসের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।



বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি (এনটিভি প্রতিনিধি) শিবলী আল সাদিক।  

প্রসাসের সাধারণ সম্পাদক (এশিয়া টিভি প্রতিনিধি) মুহাম্মদ আবু মুছার সঞ্চালনায় প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রসাসের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব, একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, প্রসাসের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাংলাভিশনের দুবাই প্রতিনিধি ফারুক চৌধুরী, প্রসাসের আহ্বায়ক কমিটির সচিব মশিউর রহমান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি কামরুল হাসান জনি, বাংলানিউজ করেসপন্ডেন্ট মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মাইটিভি প্রতিনিধি সিরাজুল হক, দেশের খবর এর সহযোগী সম্পাদক এনাম পাশা, এনটিভি ক্যামেরাপারসন (দুবাই) গিয়াস উদ্দিন, বাংলাভিশন ক্যামেরাপারসন (দুবাই) আশিক, বাংলাভিশন ক্যামেরাপারসন (আবুধাবি) সঞ্জিত, দেশের খবর প্রতিনিধি মাহমুদুল হক, বাংলা এক্সপ্রেস পাঠক ফোরাম সভাপতি এম এ হক মুকুল, প্রতিনিধি খলিলুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন,  প্রস্থান মানে চলে যাওয়া নয়, আবার ফিরে আসা। প্রবাসী সাংবাদিকদের মধ্যে হারুনুর রশীদ অন্যতম। তার অবদান আমাদের মনে থাকবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হারুনুর রশীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রসাস সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ