ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আওয়ামী পরিষদের আলোচনা সভা

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আমিরাতে আওয়ামী পরিষদের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির স্থানীয় সেন্ট মেরিন রেস্টুরেন্ট হল রুমে আবুধাবি আওয়ামী পরিষদের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আবুধাবি আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাতের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবি আওয়ামী পরিষদের সভাপতি নুরে আলম মানিক।

 

প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস অধ্যাপক ড. জমির চৌধুরী।

এতে বক্তব্য রাখেন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ ইউছুফ, উপদেষ্ঠা এ কে এম নুরুল ইসলাম, সহ-সভাপতি বাবু প্রশান্ত রায়, শহিদ উল্লাহ শহিদ, নুরুল আলম, সাধারণ সম্পাদক এম এ তালেব আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, আবুধাবী আওয়ামী যুব লীগের সভাপতি মোহাম্মদ বশির ভূঁইয়া, জামাল উদ্দিন রাশেদ, নজরুল ইসলাম মনছুর, আওয়ামী যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন, আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মাহবুবসহ আরো অনেকে।

বক্তারা বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখে বিএনপি-জামায়াত তথা ২০ দলের গাত্র দাহ হচ্ছে, তাই তারা আন্দোলনের নামে মানুষ হত্যার মিশন শুরু করেছে। তারা দেশের শান্তি চায়না বলে লাগাতার অবরোধ দিয়ে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এমন আন্দোলনকে প্রতিহত করার জন্য দেশ ও প্রবাস থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান আমিরাতের আওয়ামী পরিষদের নেতারা।

পেট্রোল বোমা মেরে দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় তারা। এখনি সময় এসেছে তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় দুর্বার আন্দোলন গড়ে তুলে প্রতিহত করার।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ