ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে কোকোর শোক সভা ও দোয়া মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
আমিরাতে কোকোর শোক সভা ও দোয়া মাহফিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়‍ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুবাইয়ের তাহেরা রেস্টুরেন্টের বলরুমে আমিরাত শ্রমিকদলের এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



দুবাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদ আলমের সঞ্চালনায় আমিরাত জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলমের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুচ্ছালাম তালুকদার।

শোক সভায় বিশেষ অতিথি ছিলেন- আমিরাত যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, আমিরাত বিএনপির সহ-সভাপতি নাছিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম, দুবাই বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম লিটু, সহ-সাধারণ সম্পাদক বেল্লাল আহম্মেদ, আমিরাত তরুণ প্রজন্ম দলের সভাপতি এম শামছুর রহমান সোহেল, আমিরাত মহিলা দলের সদস্য সচিব শামছুন্নাহার স্বপ্না, আমিরাত শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আমজাদ, আবুধাবি শ্রমিক দলের সভাপতি ভুট্টু, আমিরাত যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম, শারজাহ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আমিরাত শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আলম সোহেল  প্রমুখ।

অনুষ্ঠান শেষে খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনাসহ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ