ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে শানে গাওছেপাক সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
আমিরাতে শানে গাওছেপাক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতে ফাতেহায়ে গাওছেপাক রাহমাতুল্লাহি আলাইহি উপলক্ষে আমিরাত সুন্নি আন্দোলনের উদ্যাগে শানে গাওছেপাক রাহমাতুল্লাহি আলাইহি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আবুধাবির স্থানীয় একটি হলে সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আমিরাত সুন্নি আন্দোলন শাখার সভাপতি মফিজুর রাহমানের সভাপতিত্বে এই শানে গাওছেপাক সম্মেলন অনুষ্ঠিত হয়।



শাহনূর ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার মহাসচিব শেখ নঈম উদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন নুরুল হুদা আনসারী, ইউসুফ, রেজা ফারুক, মহিউদ্দিন আনোয়ার, আফছার উদ্দিন, জয়নাল আবেদীন, ছাদেক হোসেন, সালেহ মাহমুদ, আনোয়ার পাশা, নুরুল আবসার, ইকবাল হোসাইন, এহসানুল করিম মাসুক, জিয়াউল হক তুহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ