ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আমিরাতে বাংলাদেশ দূতাবাস, দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেট ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।



আবুধাবী বাংলাদেশ দূতাবাস: সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় অমর একুশে শীর্ষক আলোচনা সভা।

এ সময় বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

দুবাই বাংলাদেশ কন্স্যুলেট: জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর লেবার কন্সাল  এ এস এম জাকির হোসেনের পরিচালনায় ও কনসাল জেনারেল মাসুদুর রহমানের সভাপতিত্বে একুশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মাতৃভাষা বাংলার সম্মান সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আবুধাবী বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজ: দিবসটি উপলক্ষে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও কমিউনিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ: জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ মিনারে ফুল দিয়ে রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামীয়া স্কুল অ্যান্ড কলেজে একুশের কর্মসূচির শুরু হয়।

কর্মসূচির উদ্ভোধন করনে দুবাই বাংলাদেশ কন্স্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান।

পরে মোহাম্মদ মুছার উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি পেয়ার মোহাম্মদ, ভাইস কনসাল ড. তানভীর মনসুর, আইযুব আলী বাবুল, ক্যান্টেন সৈয়দ আবু আহাদ, জয়নাল হক, আবুল হোসেন, শাহাব্উদ্দিন, শাহ আলম ভুইয়া, খোকন, শামীমুল ইাসলাম, সবুজ, মিলন, এটিএম জাহেদ, পারভেজ,  মোহাম্মদ আলী, মীর আহম্মদ, সুখু বড়ুয়া, জনি, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, আলী আহসান, নওশের আলী, মোশাররফ হোসেন সিএম, ইসমাইল গনিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

আমিরাত কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদ: অমর একুশে উদযাপন উপলক্ষে আমিরাতের কেন্দ্রীয় বঙ্গমাতা পরিষদের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরশাদুল হকের সভাপতিত্বে  ও কে এম আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোহাম্মদ ছালেহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলায়েত হোসেন হিরো, জাহাঙ্গীর কবির বাপ্পি, কামরুল হাসান জনি, নুর হোসেন, আজজিুর রহমান, ইসমাইল, মিজান, মোহাম্মদ আলী প্রমুখ।  

আজমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা: দিবসটি উদযাপন উপলক্ষে আমিরাতে আজমানের সানাইয়া এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিক হয়েছে। আজমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা এ সভার আয়োজন করে।

মোহাম্মদ আলীর সঞ্চালনায় ও জাসাসের সভাপতি মামুন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপি’র সাধারণ সম্পাদক মুস্তাফা মাহমুদ।  

 এছাড়া, দিবসটি আমিরাতের বিভিন্ন স্থানে শহীদবেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র, রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, দুবাইয়ের বাংলাদেশ মহিলা সমিতি, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি, দুবাই আওয়ামী লীগ, দুবাই বঙ্গবন্ধু পরিষদ, যুবদল দুবাই, আজমান বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত, বাংলাদেশ সোশ্যাল ক্লাব দুবাই, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, চন্দনাইশ সমিতি, প্রবাসী সাংবাদিক সমিতি, আজমান প্রবাসী কল্যাণ সমিতি, আজমান বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠি, দুবাই আওয়ামী লীগ, আমিরাত কেন্দ্রয়ী বঙ্গমাতা পরিষদ, আবুধাবী আওয়ামী লীগ ও আওয়ামী পরিষদসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ