ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

খালেদা জিয়াকে বিনাশ করবে জামায়াত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
খালেদা জিয়াকে বিনাশ করবে জামায়াত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: খালেদা জিয়াকে জামায়াত বিনাশ করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার ( ৬ মার্চ) দুবাই আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে দুবাইয়ের মার্কোপোলো হোটেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের রাজত্বে পরিণত করেছে।

খালেদা জামায়াতের পেটে ঢুকে গেছে, তাদের ছাড়তে চাইলে জামায়াত খালেদা জিয়ার বিনাশ করে ছাড়বে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

এর আগে ইয়াছিন আরাফাত রুবেলের কুরআন তেলওয়াতের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ আল মামুন সরকার।  

দুবাই আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব শাকিব রাদিতুল্লাহ বাহারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আবু আহাদ, দুবাই আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু অনুকুল রাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ, আবুল হোসেন, এহসানুল হক চৌধুরী, শাহজাহান মিয়াজী, শমর সাহ, তালেব আলী, শাহ মাসুদ, প্রকৌশলী সুবোধ চৌধুরী, মাসুদ চৌধুরী, ইউনুস চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মাসুদুর রহমান ও দুবাইয়ের কন্স্যুলেটর একে এম মিজানুর রহমান।    

সম্মেলন শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দুবাই আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ০৭ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ